বিচার বিভাগীয় প্যানেল গঠনের বিষয়ে ফেডারেল সরকারের বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত করেছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট। গত কয়েক মাস ধরে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত অডিও ফাঁসের তদন্তের জন্য গত সপ্তাহে বিচার বিভাগীয় প্যানেল গঠিত হয়েছিল।
পরবর্তী শুনানির তারিখ পর্যন্ত ফেডারেল সরকারের জারিকৃত ১৯/০৫/২৩ তারিখের অপ্রকৃত বিজ্ঞপ্তি No.SRO.596(I)/ ২০২৩-এর কার্যক্রম স্থগিত করা হয়েছে। খবর ডনের।
প্রতিবেদনে বলা হয়, প্রধান বিচারপতি উমর আতা বন্দিয়ালের নেতৃত্বে বিচারপতি ইজাজ উল আহসান, বিচারপতি মুনিব আখতার, বিচারপতি সৈয়দ হাসান আজহার রিজভী ও বিচারপতি শহীদ ওয়াহেদের সমন্বয়ে গঠিত পাঁচ সদস্যের এসসি বেঞ্চ এ আদেশ দেন।
সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের (এসসিবিএ) সভাপতি আবিদ শহীদ জুবেরি, এসসিবিএ সেক্রেটারি মুক্তাদির আখতার শাব্বির, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান এবং অ্যাডভোকেট রিয়াজ হানিফ রাহির করা পৃথক আবেদনের শুনানি করে বেঞ্চ এই আদেশ দেয়। কমিশন গঠন অবৈধ।
সিজেপি বান্দিয়াল বলেন, সংবিধান বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছে।
দুই ঘণ্টাব্যাপী শুনানি শেষে আদালত আবেদনের ওপর রায় সংরক্ষণ করে বলেন, আজই যথাযথ আদেশ জারি করা হবে।
news24bd.tvতৌহিদ