বঙ্গবাজারে আগুনে ক্ষতিগ্রস্তদের ১ কোটি টাকা দিল এফবিসিসিআই

বঙ্গবাজারে আগুন

বঙ্গবাজারে আগুনে ক্ষতিগ্রস্তদের ১ কোটি টাকা দিল এফবিসিসিআই

অনলাইন ডেস্ক

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তায় ১ কোটি টাকা দিয়েছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। শনিবার (২৭ মে) সকালে রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে  চেক হস্তান্তর করেন প্রতিষ্ঠানটির সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন।  

জসিম উদ্দিন বলেন, যখন কোনো দুর্ঘটনা ঘটে, তখন সবাই নড়েচড়ে বসেন। দুর্ঘটনার জন্য দায়ী করা হয় মালিককেই।

 

তিনি বলেন, আমাদের দেশে দুর্ঘটনায় উদ্ধার কাজের জন্য পর্যাপ্ত প্রশিক্ষণপ্রাপ্ত লোক নেই। পাশাপাশি যে সব মার্কেট ঝুঁকিপূর্ণ সেগুলো বন্ধ করা উচিত বলেও মনে করেন তিনি।  

এ সময় দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, ঝুঁকিপূর্ণ মার্কেটগুলো শিগগিরই পরিদর্শন করে ত্রুটিগুলো চিহ্নিত করা হবে। একইসঙ্গে মার্কেটের কর্মকর্তা কর্মচারীদের ট্রেনিংয়ের উদ্যোগ নেওয়া হবে।

news24bd.tv/আইএএম