ঢাকা-১৭ আসনে উপ-নির্বাচন মধ্য জুলাইয়ে

ঢাকা-১৭ আসনে উপ-নির্বাচন মধ্য জুলাইয়ে

অনলাইন ডেস্ক

ঢাকা-১৭ শূন্য আসনে উপ-নির্বাচন মধ্য জুলাইয়ে অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের (ইসি) সূত্রগুলো এমন তথ্য জানিয়েছে।

জানা গেছে, ২৫ মে অনুষ্ঠেয় এক বৈঠকে আসনটিতে ভোটের সিদ্ধান্ত নিয়েছে ইসি। এতে আগামী ৩০ মে অথবা ১ জুন তফসিল ঘোষণা করা হতে পারে।

আর ভোট হতে পারে ১৭ জুলাইয়ের দিকে।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান জানিয়েছেন, জুলাইয়ের মাঝামাঝির দিকেই নির্বাচন হতে পারে। ওই নির্বাচনের সঙ্গে স্থানীয় সরকারের কিছু ভোটও হতে পারে।

উল্লেখ্য, চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুর পর আসনটি ফাকা হয়।

news24bd.tvতৌহিদ