ইমরান খান অযোগ্য হলে দলের নেতৃত্ব দেবেন মেহমুদ কুরেশি

ইমরান খান অযোগ্য হলে দলের নেতৃত্ব দেবেন মেহমুদ কুরেশি

অনলাইন ডেস্ক

‌‘আদালত কর্তৃক অযোগ্য ঘোষণা করা হলে দলের নেতৃত্ব দেবেন পিটিআই ভাইস চেয়ারম্যান শাহ মেহমুদ কুরেশি’।   এমন ঘোষণা দিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর চেয়ারম্যান ইমরান খান।

শনিবার লাহোরে জামান পার্কের নিজ বাসভবনে সাংবাদিক ও আইনজীবীদের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন ইমরান খান।

ইমরান বলেন, আমি অযোগ্য হলে শাহ মেহমুদ কুরেশি দল চালাবেন।

গত বছরের এপ্রিলে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে পিটিআই প্রধানের বিরুদ্ধে দুর্নীতি-সন্ত্রাসের মামলা হয়েছে।

৯ মে, তাকে আল-কাদির ট্রাস্ট মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে সুপ্রিম কোর্ট তার গ্রেপ্তার বেআইনি ঘোষণার পরতাকে মুক্তি দেওয়া হয়।

৯ মে ভাঙচুরের ঘটনায় তার দল থেকে নেতাদের গণপ্রস্থানের বিষয়ে মন্তব্য করেন, পরিস্থিতি শীঘ্রই পরিবর্তন হতে চলেছে।

আগামী দিনে আমি একটি বড় চমক দেব।

খান বলেন, দলের কিছু নেতা বাধ্য হয়ে দল ত্যাগ করছেন।

তরুণরা তার দলের প্রধান সম্পদ অভিহিত করে খান বলেন, দলের নেতাদের পদত্যাগ সত্ত্বেও পিটিআই পরবর্তী সাধারণ নির্বাচনে জয়ী হবে।

সূত্র- জিও নিউজ।

news24bd.tvতৌহিদ

এই রকম আরও টপিক