এরদোয়ানের ফাইনাল পরীক্ষা আজ

এরদোয়ানের ফাইনাল পরীক্ষা আজ

অনলাইন ডেস্ক

তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে আজ রোববার দ্বিতীয় দফায় লড়তে যাচ্ছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও তার প্রধান প্রতিপক্ষ কিলিচদারোলু।

গত ১৪ মে অনুষ্ঠিত হয় তুরস্কের প্রথম দফা নির্বাচন। সেই নির্বাচনে এরদোয়ান পেয়েছিলেন ৪৯.৫২ শতাংশ ভোট। অন্যদিকে এই নির্বাচনে এরদোয়ানের প্রধান প্রতিপক্ষ কিলিচদারোলু পেয়েছিলেন ৪৪.৮৮ শতাংশ ভোট।

প্রথম পর্বের ভোটে এগিয়ে থাকলেও নির্বাচিত হতে পারেননি তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট এরদোয়ান। তুরস্কের নির্বাচনের নিয়ম অনুযায়ী প্রেসিডেন্টকে ৫০ শতাংশ সমর্থন পেতে হয়। ফলে দেশটির নিয়ম অনুযায়ী রোববার ফের অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচন।

তৃতীয় স্থানে থাকা সিনান ওগান পেয়েছিলেন ৫.২০ ভাগ ভোট।

গত ২২ মে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দ্বিতীয় দফা ভোটে এরদোয়ানকে সমর্থন করার কথা জানিয়েছেন তিনি। যদিও প্রথম পর্বের ভোটের এরদোয়ানের দল পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। ওগানের বক্তব্য, তার দল মনে করে, পার্লামেন্টে যে দল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, প্রেসিডেন্টও সেই দল থেকেই হওয়া উচিত।