আমি ক্লান্ত, নিজেকে একটু বিশ্রাম দিতে চাই: ছোটন

গোলাম রব্বানী ছোটন

আমি ক্লান্ত, নিজেকে একটু বিশ্রাম দিতে চাই: ছোটন

অনলাইন ডেস্ক

অবসর নিয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ গোলাম রব্বানী ছোটন। অবসর নেওয়ার পর একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‌‘অবসরের পর আর্থিকভাবে কিছুটা তো কষ্ট হবেই, এরপরও আমি আপাতত কয়েক মাস একটু নিজেকে বিশ্রাম দিতে চাই। একদিকে কষ্ট হলেও আরেক দিকে শান্তি থাকবে, কোনো প্রশ্নের সামনে নেই। খেলোয়াড়রা যারা সিনিয়র হয়েছে তারা প্রতিনিয়ত প্রশ্ন করে স্যার কবে, কখন খেলা? এর উত্তর আমার কাছে নেই।

খেলোয়াড় ছাড়াও তো অন্যদেরও প্রশ্ন এবং নির্দেশনা মেনে চলতে হয়।

সাফের পর থেকে খেলোয়াড়রা কোনো ম্যাচ খেলতে পারেনি। তাদের মধ্যে হতাশা আছে কি না জানতে চাইলে ছোটন বলেন, ‘হতাশা তো রয়েছেই। খেলোয়াড়রা সব সময় খেলতে চায়।

খেলার প্রস্তুতিও নেওয়া হয়। তখন যদি খেলা বাতিল হয় তখন তাদের মানসিক অবস্থা কেমন হয় তার আর ব্যাখ্যার দরকার পড়ে না। ’ 

নারী ফুটবল দল ও ছোটন প্রায় সমার্থক। এ সম্পর্ক ছিন্ন করা নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘কোচিং জীবনটাই এমন। যে কোনো সময় দায়িত্ব ছাড়ার বা ছাড়তে হতে পারার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হয়। আমি এবার দায়িত্ব ছেড়ে দিলাম। ’ 

অনুশীলন থাকতে না পেরে কেমন অনুভূতি আছে জানতে চাইলে ছোটন বলেন, ‘আমি যখন যেখানে থাকি শতভাগ দিই। নারী ফুটবলারদের অনুশীলন করিয়েছি প্রচণ্ড শরীর খারাপ নিয়েও। তাও অনুশীলন বাদ দিইনি। এখন সিদ্ধান্ত নিয়েছি কাজ করব না। তাই সেটা নিয়ে আর কোনো ভাবনা নেই আমার। আমি যখন যেটা ছেড়ে দিই, সেটা নিয়ে বা সেই সম্পর্কে আর ভাবি না। ’ 

ছেড়ে দেওয়ার কারণ হিসেবে তিনি বলেন, ‘আমি অবশ্যই ক্লান্ত। ভোর চারটা থেকে সন্ধ্যা পর্যন্ত অনুশীলন করানো সহজ বিষয় নয়। এই কাজটি আমি সাত বছর ধরেই করছি। ফলে আমার মধ্যে মানসিক এবং শারীরিক ক্লান্তি ভর করছে। আবার চাপও বাড়ছে। নারী দল সাফল্য পাচ্ছে। এখানে সবাই শিরোপা চায়। একদিকে ক্লান্তি, অন্যদিকে চাপ- সব একসঙ্গে নেওয়া আর সম্ভব নয়। ’

news24bd.tv/আইএএম