টালিউডের কিংবদন্তি অভিনেতা প্রসেনজিৎ চট্টপাধ্যায়। এই অভিনেতা ৮০ ও ৯০-এর দশকে ছিলেন সুপার হিট। একের পর এক হিট ছবি দিয়েছেন সকলের প্রিয় 'বুম্বাদা'। তবে সম্প্রতি টলি ছেড়ে বলিপাড়ায় পা রেখেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
সম্প্রতি ভারতীয় এক টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে নাকি এমনটাই বলেছেন বুম্বাদা। কিন্তু কেন? তবে কি কোনও আক্ষেপ থেকেই একথাগুলি বলছেন প্রসেনজিৎ? ঠিক কী বলেছেন?
একসময় তিনি বলিউডে গিয়ে কাজ করতে চাননি।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কথায়, কোয়ালিটি, কোয়ান্টিটি কোনওটাতেই তিনি বিশ্বাস করেন না। ছবির ব্যবসাটাই শেষ কথা। সেটাই আসলে ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখে।
প্রসেনজিতের কথায়, সেসময় একটা ছবি ১০ সপ্তাহ হলে চলেছে, সেটাও ঘটেছে। কোটি কোটি টাকার ব্যবসা করত বাংলা ছবি।
প্রসেনজিৎ বলেন, চিরঞ্জিত চট্টোপাধ্য়ায়ের বেদের মেয়ে জ্যোৎস্না নিয়ে যতই কথা হোক, ছবিটা ব্যপক ব্যবসা করেছিল।
কথায় কথায় প্রসেনজিৎ বলেন, একটা সময় ছিল তখন তিনি বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে ভাবতেন, তবে এখন আর ভাবেন না, কারণ, ভাবতে হয় না।
তিনি মনে করেন, এখন সকলেই নিজেরটা ভালো বুঝতে পারেন। তবে শুরুতে লড়াই ছিল। তাঁর কথায়, একসময় তাঁর মধ্যে বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের ছায়া ছিল। তবে ধীরে ধীরে সেই ছায়া থেকে নিজেই তিনি বের হয়ে আসেন।
প্রসঙ্গত, সম্প্রতি বিক্রামাদিত্য মোতওয়ানের ‘জুবিলি’তে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ। আবার দেখা যাবে হনসল মেহতার 'স্কুপ'-এও।
news24bd.tv/রিমু