রাজধানীর মোহাম্মদপুরে বহুতল ভবনের লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুণ নিয়ন্ত্রণে আসে। রোববার (২৮ মে) দুপুরে ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, দুপুর ১টা ৩৩ মিনিটে আদাবরের ৮তলা ভবনের বেজমেন্টে লাগা আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়েছে।
এর আগে দুপুর ১২টার দিকে আদাবরের ১০ নম্বর রোডের ৭১২/১৭ বাসাটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে দুপুর ১২টা ১৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট।
news24bd/ARH