কুমিল্লায় ট্রাক-মাইক্রোবাস উল্টে পড়ল খাদে, নিহত ২
কুমিল্লায় ট্রাক-মাইক্রোবাস উল্টে পড়ল খাদে, নিহত ২

প্রতীকী ছবি

কুমিল্লায় ট্রাক-মাইক্রোবাস উল্টে পড়ল খাদে, নিহত ২

অনলাইন ডেস্ক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দির শহীদনগর এলাকায় মালবাহী ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী মাইক্রোবাসের দুই যাত্রী নিহত হয়েছেন। আজ রোববার সকালের এই দুর্ঘটনায় আহত হয়েছেন সাতজন।  

নিহতরা হলন দাউদকান্দি উপজেলার স্থানীয় কেতুন্দি গ্রামের মৃত সেকান্দর আলীর ছেলে দুলাল ব্যাপারী (৬২) ও একই উপজেলার ভবানীপুর গ্রামের মৃত চুনু মিয়ার ছেলে আব্দুস সাত্তার (৬৫)।  

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে যাত্রীবাহী মাইক্রোবাসকে পেছনের দিকে মালবাহী ট্রাক ধাক্কা দেয়।

এতে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। ট্রাকটিও উল্টে খাদে পড়ে যায়।

দাউদকান্দি হাইওয়ে পুলিশের ওসি জাহাঙ্গীর আলম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের উদ্ধার করি। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য পাঠিয়েছি।

নিহত দু’জনই মাইক্রোবাসের যাত্রী বলে স্থানীয়রা জানিয়েছেন।

news24bd.tv/কেআই