আইপিএল ফাইনাল: আহমেদাবাদে শিলাবৃষ্টি, টসে বিলম্ব

সংগৃহীত ছবি

আইপিএল ফাইনাল: আহমেদাবাদে শিলাবৃষ্টি, টসে বিলম্ব

অনলাইন ডেস্ক

আবহাওয়া পূর্বাভাসই সত্যি হলো। গুজরাটের আহমেদাবাদে মুষলধারে শুরু হয়েছে বৃষ্টি। সঙ্গে পড়ছে শিলও। যারপরনাই আইপিএল ফাইনালে গুজরাট টাইটান্স এবং চেন্নাই সুপার কিংসের ম্যাচ শুরু হতে বিলম্ব হচ্ছে।

এখন পর্যন্ত টসও হয়নি।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় গুজরাট-চেন্নাইয়ের ফাইনাল শুরু হওয়ার কথা ছিল। তবে বৃষ্টির কারণে ম্যাচ যে ঠিক সময়ে শুরু হচ্ছে না, তা অনেকটাই নিশ্চিত।

তুমুল বৃষ্টির কারণে অনেকের মনেই প্রশ্ন জেগেছে, আদৌ এই ফাইনাল অনুষ্ঠিত হবে তো? যদি না হয় তবে কী হবে এই ম্যাচের ভাগ্য?

গেল আইপিএলের ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখলেও, এই আইপিএলের ফাইনালের জন্য নেই কোনো রিজার্ভ ডে।

ফাইনাল ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। এমন পরিস্থিতিতে, কাট অফ টাইম হবে কমপক্ষে ১২টা ০৬ মিনিট পর্যন্ত। দুই দল পাঁচ ওভার পেতে পারে। এই সময় পর্যন্ত আম্পায়াররা পাঁচ ওভারের জন্য অপেক্ষা করবেন।

কাট অফ সময়ের পরেও বৃষ্টি অব্যাহত থাকলে আম্পায়াররা সুপার ওভারে যাবেন। অন্যদিকে, সুপার ওভারের জন্য সময় না থাকলে লিগ পর্বের পয়েন্ট টেবিলের ভিত্তিতে চ্যাম্পিয়ন দল নির্ধারণ করা হবে।

আইপিএল ২০২৩-এর পয়েন্ট টেবিলের দিকে তাকালে, গুজরাট টাইটান্স ২০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ছিল, চেন্নাই সুপার কিংস ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। ফলে বৃষ্টিতে যদি পুরো ম্যাচটি ভেসে যায়, তবে গুজরাট টাইটান্সকে বিজয়ী ঘোষণা করা হবে।

news24bd.tv/SHS