খেলাপিদের শাস্তি না হওয়ায় ঋণ বেড়েছে : সালেহউদ্দিন

খেলাপি ঋণ বেড়ে ১ লাখ ৩১ হাজার ৬২০ কোটি

খেলাপিদের শাস্তি না হওয়ায় ঋণ বেড়েছে : সালেহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক

ব্যাংক খাতের খেলাপি ঋণ আবারও বেড়েছে। যার পরিমাণ এখন ১ লাখ ৩১ হাজার ৬২০ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের খেলাপি ঋণের হালনাগাদ বিবরণী থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, গত জানুয়ারি-মার্চ প্রান্তিকেই খেলাপি ঋণ বেড়েছে প্রায় ১১ হাজার কোটি টাকা।

সাবেক গভর্নর সালেহউদ্দিন বললেন, খেলাপিদের বিরুদ্ধে শাস্তি না হওয়ায় এমন বাজে পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।

মূল্যস্ফীতির চাপ, রিজার্ভ রপ্তানির মতো সামষ্টিক অর্থনীতির সূচক নিয়ে যখন চাপে বাংলাদেশ তখন বাড়ছে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণও। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ বিবরণী বলছে, দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ পরিমাণ এখন ১ লাখ ৩১ হাজার ৬২০ কোটি টাকা। গত ডিসেম্বর প্রান্তিকে যা ছিল ১,২০,৬৫৬ কোটি টাকা।

অর্থাৎ মাত্র ৩ মাসে খেলাপি ঋণ বেড়েছে প্রায় ১১ হাজার কোটি টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের হিসাব বলছে, দেশের রাষ্ট্রীয় ব্যাংকের চেয়েও কিছুটা বেশি খেলাপি বেসরকারি ব্যাংকগুলোতে। সরকারি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৫৮ হাজার কোটিতে। আর বেসরকারি ব্যাংকে প্রায় ৬৬ হাজার কোটি। আর বিদেশি ব্যাংকে ছাড়িয়েছে ৩ হাজার কোটি এবং বিশেষায়িত ব্যাংকে খেলাপির পরিমাণ ৪ হাজার কোটিরও বেশি।

সম্প্রতি আইএমএফের ঋণের কিস্তি পাওয়া চালু রাখতে উল্লেখযোগ্য পরিমাণ খেলাপি কমানোর পরামর্শ দিয়েছে বৈশ্বিক অর্থলগ্নিকারী সংস্থাটি। ফেব্রুয়ারির শুরুতে ওই ঋণের প্রথম কিস্তি পেয়েছে বাংলাদেশ। বাকি ছয় কিস্তির মধ্যে ৭০ কোটি ৪০ লাখ ডলারের দ্বিতীয় কিস্তি পাওয়া যেতে পারে এ বছরের শেষ নাগাদ।

news24bd.tv/FA