তুরস্কে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

তুরস্কে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

অনলাইন ডেস্ক

তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। দেশটির গণমাধ্যম ডেইলি সাবাহকে তুর্কিয়ের সুপ্রিম ইলেকশন কাউন্সিলের (ওয়াইএসকে) প্রধান আহমেত ইয়েনার এ তথ্য নিশ্চিত করে।

তিনি বলেছেন, স্থানীয় সময় বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

দেশটিতে ৬৪ দশমিক এক মিলিয়নেরও বেশি লোক ভোট দেওয়ার জন্য নিবন্ধিত হয়েছে। যার মধ্যে এক দশমিক ৯২ মিলিয়নেরও বেশি বিদেশি ভোটার। তারা বিদেশ থেকে তাদের ভোট প্রয়োগ করেন।

দেশটিতে ভোটাগ্রহণের জন্য মোট এক লাখ ৯১ হাজার ৮৮৫টি ব্যালট বাক্স স্থাপন করা হয়।

news24bd.tvতৌহিদ