দেশে গণতন্ত্রের লেবেল লাগিয়ে বাকশাল কায়েম করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
রোববার (২৮ মে) রংপুর বিভাগীয় প্রতিনিধি সমাবেশে জি এম কাদের বলেন- শুধু নির্বাচন নয়, রাষ্ট্রের সকল স্তম্ভ এখন এক ব্যক্তি, এক দলের হাতে চলে গেছে। তাদের ভেতরে বাকশাল বাইরে গণতন্ত্রের মোড়ক।
অভিযোগ করে জাপার এই শীর্ষ নেতা বলেন, 'সরকার তাদের ইচ্ছেমতো নির্বাচন পরিচালনা করছে।
দেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে অনেক বিতর্ক হচ্ছে জানিয়ে তিনি বলেন, সরকার সংবিধান অনুযায়ী তাদের নিয়ন্ত্রিত নির্বাচন করতে চায়।
জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে প্রতিনিধি সভায় বক্তব্য দেন দলের যুগ্ম মহাসচিব এস এম ইয়াসির আহমেদ, সংসদ সদস্য আহসান আদেলুর রহমান, লালমনিরহাট জেলার সদস্যসচিব জাহিদ হাসান, গাইবান্ধার সদস্যসচিব সারোয়ার হোসেন, নীলফামারীর সদস্যসচিব সাজ্জাদ পারভেজ, রংপুর মহানগর স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি ফারুক আহমেদ মণ্ডল, মহানগর ছাত্রসমাজের সভাপতি ইয়াসির আরাফাত প্রমুখ।