দ্বিতীয় দফার নির্বাচনে এগিয়ে এরদোয়ান

সংগৃহীত ছবি

দ্বিতীয় দফার নির্বাচনে এগিয়ে এরদোয়ান

অনলাইন ডেস্ক

তুরস্কে চলমান দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষ। শুরু হয়েছে ভোট গণনার কাজ। সেখান থেকেই আংশিক ভোট গণনায় জানা গেছে, প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। খবরটি জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি।

সংবাদ সংস্থাটি জানিয়েছে, ব্যালট বক্সের ৪২ দশমিক ২ শতাংশ ভোট গণনায় এরদোয়ান এগিয়ে আছেন।  তিনি ৫৭ দশমিক ১ শতাংশ ভোট পেয়েছেন। অন্যদিকে এরদোয়ানের প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারোগলু পেয়েছেন ৪২ দশমিক ৯ শতাংশ।

এর আগে গত ১৪ মে অনুষ্ঠিত প্রথম দফার নির্বাচনে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান পেয়েছিলেন ৪৯ দশমিক ৪ শতাংশ ভোট।

তার প্রধান প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারোগলু পেয়েছিলেন ৪৫ দশমিক শূন্য শতাংশ ভোট।

ধারনা করা হচ্ছে দ্বিতীয় দফার ভোটের মধ্যদিয়ে এরদোয়ানের ২০ বছরের ক্ষমতার মেয়াদ আরও বাড়বে। তিনি তার সমর্থকদের ‘নতুন যুগ’ এর প্রতিশ্রুতি দিয়েছেন।

news24bd.tv/SHS