চট্টগ্রামে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ

চট্টগ্রামে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। রোববার (২৮ মে) বিকেলে থানার বহদ্দারহাট মোড়ে এ ঘটনা ঘটে।

জানা যায়, কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, গণতন্ত্র পুনরুদ্ধারসহ ১০ দফা দাবিতে পদযাত্রা কর্মসূচি পালন করছিল বিএনপি। চট্টগ্রাম মহানগর বিএনপি বাকলিয়া থানাধীন কেবি কনভেনশন সেন্টার থেকে পদযাত্রা শুরু করে।

 

সেখানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নেতা বরকতউল্লাহ বুলু, মহানগর আহ্বায়ক শাহাদাত হোসেনসহ চট্টগ্রামের নেতারা। মিছিলটি বহদ্দারহাট এলাকায় পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। তাদের মধ্যে কয়েদফায় ধাওয়া পাল্টা-ধাওয়ার হয়েছে।

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির দপ্তরের দায়িত্ব প্রাপ্ত ইদ্রিস আলী বলেন, মিছিলটি বহদ্দারহাট মোড়ে এসে যখন বিএনপির সিনিয়র নেতাদের বক্তব্য শেষে নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত সবাইকে শান্তিপূর্ণভাবে বাসায় ফিরতে অনুরোধ করছিলেন। তখন পুলিশ বাঁশি দিয়ে সড়ক থেকে নেতাকর্মীদের সরাতে চেষ্টা করলে কিছু নেতাকর্মীর সঙ্গে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে আমরা পুলিশের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করি।

চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল ইসলাম বলেন, পদযাত্রা শেষ হওয়ার পর বিএনপিকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করে। এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। কেন এ ধরনের ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।