বিএসপিএর বর্ষসেরা লিটন দাস, পপুলার চয়েজ সাবিনা খাতুন

সংগৃহীত ছবি

বিএসপিএর বর্ষসেরা লিটন দাস, পপুলার চয়েজ সাবিনা খাতুন

অনলাইন ডেস্ক

কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড-২০২২-এর বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য লিটন কুমার দাস। দর্শকদের ভোটে পপুলার চয়েজ অ্যাওয়ার্ড জিতেছেন জাতীয় নারী ফুটবল দলের সাফজয়ী অধিনায়ক সাবিনা খাতুন।

আজ রবিবার রাজধানীর এক হোটেলে আয়োজিত জমকালো অনুষ্ঠানে ১৫ ক্যাটাগরিতে বিভিন্ন ক্রীড়াবিদ, সংগঠক ও ফেডারেশনকে পুরস্কৃত করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।

২০২২ সালের বর্ষসেরা বিদেশি ফুটবলার নির্বাচিত হয়েছেন বসুন্ধরা কিংসের ফরোয়ার্ড রবসন রবিনহো। গেল প্রিমিয়ার লিগে ২০ ম্যাচে ১৬ গোল করা ব্রাজিলিয়ান এ ফুটবলার সতীর্থদের দিয়ে ১১ গোল করিয়েছেন। গোল করেছেন এএফসি কাপেও। বর্ষসেরা নারী ফুটবলার নির্বাচিত হয়েছেন সাবিনা খাতুন।

বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন সম্প্রতি নারী জাতীয় দলের দায়িত্ব ছাড়ার ঘোষণা দেওয়া গোলাম রাব্বানী। এ কোচের অধীনে নারী সাফ জিতেছে বাংলাদেশ।

বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন লিটন দাস। বর্ষসেরা নারী ক্রিকেটার নির্বাচিত হয়েছেন নিগার সুলতানা জ্যোতি।

২০২২ সালে বর্ষসেরা সংগঠনের স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। যুব উন্নয়ন, নারী কাবাডি কার্যক্রম ছাড়াও বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডির সাফল্যর কারণে এ স্বীকৃতি পেয়েছে কাবাডি ফেডারেশন। বর্ষসেরা উদীয়মান ক্রীড়াবিদের পুরস্কার পেয়েছেন ব্যাডমিন্টনের এস এস এম সিফাত উল্লাহ গালিব ও টেবিল টেনিসের মো. নাফিজ ইকবাল। দুজনই ২০২২ সালে দক্ষিণ এশিয়ার জুনিয়র পর্যায়ে স্বর্ণপদক ছাড়াও ঘরোয়া আসরে সাফল্য পেয়েছেন।

এদিকে, বর্ষসেরা অ্যাথলেট নির্বাচিত হয়েছেন স্প্রিন্টার ইমরানুর রহমান।