ময়মনসিংহের ভালুকা উপজেলায় গরুচোর চক্রের ১১ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় আসামীদের কাছ থেকে চারটি গরু, একটি প্রাভেটকার ও একটি লেগুনা জব্দ করা হয়।
আজ রোববার (২৮ মে) ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কোরবানির ঈদকে সামনে রেখে সক্রিয় হয়ে উঠেছে একটি চক্র।
জানা গেছে, এই চক্র বেশ কিছুদিন ধরে আশেপাশের এলাকা থেকে গরু চুরি করে স্থানীয় বাজারে বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ২৪ ঘণ্টা অভিযান ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নে চালিয়ে চক্রের মূল হোতা সম্রাটসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে দেশিয় অস্ত্রসহ ডাকাতির কাজে ব্যবহৃত একটি লেগুনা ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়। প্রাথমিকভাবে আসামিরা চুরির ঘটনায় জড়িতের বিষটি স্বীকার করে জানান, কোরবানির ঈদে রাস্তায় গরুর গাড়ি আটকে ডাকাতির পরিকল্পনা ছিল তাদের।
news24bd.tv/SHS