বৃষ্টির বাগড়ায় রিজার্ভ ডে’তে আইপিএল ফাইনাল

সংগৃহীত ছবি

বৃষ্টির বাগড়ায় রিজার্ভ ডে’তে আইপিএল ফাইনাল

অনলাইন ডেস্ক

আইপিএল ফাইনালকে সামনে রেখে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের আশেপাশে ছেয়ে গিয়েছিল দর্শকে। স্বাগতিক গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংসের মধ্যকার ফাইনাল নিয়ে দুই দলের ভক্ত-সমর্থকদের উন্মাদনা ছিল তুঙ্গে। তবে সমস্ত উন্মাদনায় পানি ঢেলে দিলো বৃষ্টি।

বেরসিক বৃষ্টির বাগড়ায় আজ রোববার আর মাঠে গড়াচ্ছে না ফাইনালের মহারণ।

আগামীকাল রিজার্ভ ডেতে হবে শিরোপার ফয়সালা।

গুজরাটের আহমেদাবাদে দিনভর আবহাওয়া ভালো থাকলেও, আবহাওয়ার পূর্বাভাস সত্যি পরিণত হয় সন্ধ্যা গড়াতেই। নামে ঝুম বৃষ্টি। মাঝে কিছুক্ষণের বিরতি নিলেও, সেই বৃষ্টি চলছে এখনো।

ফলে বাধ্য হয়েই ভারতীয় সময় রাত ১১টার দিকে ফাইনাল রোববারের জন্য স্থগিত ঘোষণা করেন দুই আম্পায়ার নিতিন মেনন ও রড টাকার।

এই সিদ্ধান্ত আসার পর  হাত মিলিয়ে মাঠ ছাড়েন গুজরাট কোচ আশিস নেহরা ও চেন্নাই কোচ স্টিফেন ফ্লেমিং।    

আগামীকাল সোমবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে একই সময়ে, অর্থাৎ রাত ৮টায় মাঠে গড়াবে গুজরাট-চেন্নাই ফাইনাল। ক্রিকেট প্রেমীদের জন্য সুসংবাদ, সোমবারের আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির কোনো শঙ্কা নেই।

news24bd.tv/SHS