বিশ্বের বুকে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে শান্তিরক্ষী বাহিনী: পররাষ্ট্রমন্ত্রী

সংগৃহীত ছবি

বিশ্বের বুকে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে শান্তিরক্ষী বাহিনী: পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকাও উল্লেখযোগ্য বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী তাদের অদম্য কর্মদক্ষতায় বিশ্বের বুকে অবদান রেখে যাচ্ছে। দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে।  

সোমাবার (২৯ মে) সকালে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উপলক্ষে তেজগাঁও বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশারে  ‘পিস কিপার্স ডে রান-২০২৩’ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

 

এর আগে পররাষ্ট্রমন্ত্রী ফেস্টুন ও কবুতর উড়িয়ে বিমান বাহিনী বাশার ঘাঁটি আয়োজিত ‘পিস কিপার্স ডে-২০২৩’—এর উদ্বোধন করেন।  

পররাষ্ট্র মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী ও বাংলাদেশ পুলিশের প্রতিনিধিরা, বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি, সম্মানিত ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমের সদস্যরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

news24bd.tv/আইএএম