ফের রণক্ষেত্র মনিপুর, কয়েকদিনে প্রাণ গেছে ৪০ জনের

সংগৃহীত ছবি

ফের রণক্ষেত্র মনিপুর, কয়েকদিনে প্রাণ গেছে ৪০ জনের

অনলাইন ডেস্ক

ফের সহিংস হয়ে উঠেছে ভারতের মনিপুর রাজ্য। গতকালের সহিংসতায় এক পুলিশ সদস্যসহ অন্তত ৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১২ জন। খবর এনডিটিভির।

 

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মনিপুর সফরের আগে এই সহিংসতার ঘটনা ঘটে। নিহতদের সন্ত্রাসী আখ্যা দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী এন বিরেন সিং বলেছেন, গত কয়েকদিনে '৪০ সন্ত্রাসী' পুলিশের গুলিতে নিহত হয়েছে।  

বিরেন সিং আরও বলেন, 'সন্ত্রাসীরা এ-১৬ ও একে-৪৭ অ্যাসল্ট রাইফেল এবং স্নাইপার রাইফেল ব্যবহার করে বেসামরিকদের ওপর হামলা করছে। তারা গ্রামে এসে বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে।

আমাদের নিরাপত্তা বাহিনী ও আর্মিদের সহায়তায় সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছি। আমরা রিপোর্ট পেয়েছি, ৪০ সন্ত্রাসীকে গুলি করে হত্যা করা হয়েছে। '

আজ সোমবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র মনিপুর সফরের কথা রয়েছে। তিনি বিবাদমান দুই পক্ষ মেইতিস ও কুকিস সম্প্রদায়কে শান্ত থাকতে ও রাজ্যে শান্তি বজায় রাখতে আহ্বান জানান। এর আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে মনিপুর যান ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে।  

news24bd/ARH

এই রকম আরও টপিক