ক্যারিয়ারের দুই যুগ পূর্তিতে শাকিবকে কেক খাইয়ে দিলেন ইধিকা
ক্যারিয়ারের দুই যুগ পূর্তিতে শাকিবকে কেক খাইয়ে দিলেন ইধিকা

সংগৃহীত ছবি

ক্যারিয়ারের দুই যুগ পূর্তিতে শাকিবকে কেক খাইয়ে দিলেন ইধিকা

অনলাইন ডেস্ক

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেতা। গতকাল রোববার ক্যারিয়ারের দুই যুগ পূরণ হয়েছে অভিনেতার। ১৯৯৯ সালের ২৮ মে সিনেমায় পথচলা শুরু হয় শীর্ষ নায়কের।

চেষ্টা করেছেন। পাড়ি দিয়েছেন বন্ধুর পথ। সফল অভিনেতা এখন তিনি।

আসন্ন ঈদুল আজহার সিনেমা 'প্রিয়তমা'র শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন শাকিব খান।

শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন   কলকাতা থেকে আসা ইধিকা পাল। কক্সবাজারে শুটিংয়ের ফাঁকে শাকিবের ক্যারিয়ারের এই উজ্জ্বল ক্ষণটিকে কেক কেটে উদযাপন করা হয়। আকস্মিক শুটিং থামিয়ে শাকিবকে কেক খাইয়ে দিলেন ইধিকা পাল।

এসময় শুটিং ইউনিটের সকলেই উপস্থিত ছিলেন। দিনব্যাপী ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ভাসছিলেন শাকিব।  

ক্যারিয়ারের বিশেষ এই দিনে শাকিব বলেন, ‘আজ আমার চলচ্চিত্রের ক্যারিয়ারের বিশেষ দিন। এই দিনটিকে আমি কখনোই ভুলে যাব না। কেননা আমার সিনেমায় পা রাখার পেছনে যে সকল মানুষের অবদান রয়েছে তাদের আমি কখনোই ভুলতে পারি না। বিশেষ করে সোহানুর রহমান সোহান ভাই, আজিজ রেজা ভাইকে আমার সবসময় মনে থাকবে, যেমনটা থাকে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আমাকে স্মরণ করেছেন, শুভেচ্ছা জানিয়েছেন। ’

১৯৯৯ সালে সোহানুর রহমান সোহানের 'অনন্ত ভালোবাসা' দিয়ে সিনেমায় পা রাখেন শাকিব খান। সর্বশেষ  ২০২৩-এ 'লিডার আমিই বাংলাদেশ' সিনেমা করেছেন।

news24bd.tv/রিমু