মেয়র তাপসের বিচারের দাবিতে সুপ্রিম কোর্টে মানববন্ধন

বিএনপির বিরুদ্ধে নৈরাজ্যের অভিযোগ তুলে আওয়ামীপন্থী আইনজীবীদের পাল্টা বিক্ষোভ

মেয়র তাপসের বিচারের দাবিতে সুপ্রিম কোর্টে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

বিচার বিভাগ সম্পর্কে কটূক্তি করায় ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপসের বিচারের দাবিতে সুপ্রিম কোর্টের সামনের সড়কে মানববন্ধন করছে বিএনপিপন্থী আইনজীবীরা। অন্যদিকে, বিএনপির বিরুদ্ধে নৈরাজ্যের অভিযোগ তুলে বার ভবনের সামনে পাল্টা বিক্ষোভ করেছে আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা।

সোমবার (২৯ মে) দুপুরে বিএনপি সমর্থক আইনজীবীরা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণ থেকে মিছিল বের করে। তারা মিছিল থেকে সুপ্রিমকোর্ট থেকে মেয়র তাপসকে অবাঞ্ছিত ঘোষণা করে।

এসময় উপস্থিত ছিলেন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ অন্যরা।

এদিকে, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক আবদুর নুর দুলালের নেতৃত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও শেখ ফজলে নুর তাপসের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী পন্থী আইনজীবীরা। আইনাঙ্গণে কোনো বিএনপি নাশকতা সৃষ্টির চেষ্টা করলে আইনজীবীরা ছাড় দেবে না বলেও হুঁশিয়ারি দেন তারা।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক