স্বনির্ভর হওয়ার স্বপ্ন দেখছে সারিয়াকান্দির অসচ্ছল নারীরা

বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ

স্বনির্ভর হওয়ার স্বপ্ন দেখছে সারিয়াকান্দির অসচ্ছল নারীরা

বগুড়া প্রতিনিধি

বগুড়ার সারিয়াকান্দির সহায় সম্বলহীন অসচ্ছল নারীরা বসুন্ধরা গ্রুপের সহায়তায় প্রশিক্ষণ ও সেলাই মেশিন পেয়ে স্বনির্ভর হওয়ার স্বপ্ন দেখছেন। নিজের পায়ে দাঁড়িয়ে পরিবারে সচ্ছলতা ফিরে আনতে চায় তারা।

বসুন্ধরা গ্রুপের সহায়তায় হাসি ফুটেছে তাদের মুখে। অসচ্ছল এসব নারীসহ জনপ্রতিনিধিগণ বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের জন্য দোয়া করেছেন।

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের পৃষ্ঠপোষকতায় এমন মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন একুশে পদকপ্রাপ্ত কথা সাহিত্যিক, কালের কণ্ঠের প্রধান সম্পাদক ইমদাদুল হক মিলন।

সোমবার বেলা ১২টায় বসুন্ধরা গ্রুপের সহায়তায় অসচ্ছল নারীদের স্বাবলম্বী করার উদ্যোগের অংশ হিসেবে বগুড়ার সারিয়াকান্দিতে শুভ সংঘ প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন হয়েছে। অনুষ্ঠানে ১০ জন দুস্থ  প্রশিক্ষণার্থীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।

যমুনার তীরবর্তী পরল গ্রামে এ উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইমদাদুল হক মিলন।

কালের কণ্ঠ শুভ সংঘের আয়োজনে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সারিয়াকান্দি পৌর মেয়র মতিউর রহমান মতি, থানার ওসি রাজেশ কুমার চক্রবর্ত্তী, বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার আব্দুর রহমান টুলু, ইউপি চেয়ারম্যান আব্দুল কাফি মণ্ডল, শুভ সংঘের পরিচালক জাকারিয়া জামান, সহ-সভাপতি লিমন বাশার, নিউজটোয়েন্টিফোর বগুড়া প্রতিনিধি আব্দুস সালাম বাবু, কালের কণ্ঠ বগুড়ার প্রতিনিধি জেএম রউফ, বগুড়ার উপদেষ্টা মোস্তফা মাহমুদ শাওন, শুভ সংঘের সাধারণ সম্পাদক আশফাকুর রহমান চন্দন, সুজিত সাগর, প্রভাষক শাহাদত জামান, এস এম সুলতানুজ্জামান সাজু, মুক্তা প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের নির্দেশে বসুন্ধরা গ্রুপ দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে। সহায় সম্বলহীন মানুষদের ঘর নির্মাণ করা, সুবিধা বঞ্চিত শিশুদের জন্য পড়াশোনা, মেধাবীদের বৃত্তি প্রদান, অসহায় নারীদের স্বাবলম্বী করতে উদ্যোগ নেয়া হয়েছে। কালের কণ্ঠ শুভ সংঘের উদ্যোগে নারীদের প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন বিতরণ করা হচ্ছে। বসুন্ধরা গ্রুপ মানুষের পাশে রয়েছে সবসময়। তিনি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ সবার জন্য দোয়া কামনা করেন। শেষে শুভ সংঘের সহ-সভাপতি প্রভাষক সাহাদত জামানের পরিচালনায় শুভ সংঘের কর্মকাণ্ড তুলে ধরে গম্ভীরা পরিবেশন করেন শিল্পীরা।

প্রশিক্ষণার্থী তামান্না আখতার বলেন, ভাঙনে সব হারিয়ে শুভ সংঘের সেলাই মেশিন পেয়ে খুশি তিনি। আরও অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানসহ সবার জন্য দোয়া করেন তামান্না।

এই রকম আরও টপিক