জামায়াতের চার নেতাকে ছেড়ে দিল পুলিশ!

সংগৃহীত ছবি

জামায়াতের চার নেতাকে ছেড়ে দিল পুলিশ!

অনলাইন ডেস্ক

বিকেলে আটকের পর সন্ধ্যায় জামায়াতে ইসলামীর চার নেতাকে ছেড়ে দিয়েছে পুলিশ। আটক নেতাদের নামে কোনো মামলা না থাকায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাদের ছেড়ে দেওয়া হয়।

রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ আশরাফ হোসেন সোমবার সন্ধ্যায় গণমাধ্যামকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি পালনের অনুমতি চাইতে গিয়ে জামায়াতের ওই চার নেতা আটক হন।

আজ বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদরদপ্তরের সামনে থেকে তাদের আটক করা হয়।

জামায়াতের ওই ৪ নেতা হলেন- সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট সাইফুর রহমান, সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট ড. গোলাম রহমান ভুইয়া, সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল বাতেন ও সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট জালাল উদ্দীন ভুইয়া।

ডিসি আশরাফ বলেন, ডিএমপি কমিশনারের সঙ্গে যেন কোনো মামলার আসামি সাক্ষৎ করতে না পারেন, এ জন্য জামায়াত নেতাদের আটক করা হয়েছিল। আটকের পর তারা মালিবাগে পুলিশের সঙ্গে জামায়াত নেতাকর্মীদের মারামারির ঘটনায় দায়ের করা মামলার আসামি কি-না, সেটা দেখা হয়।

তারা কোনো মামলার আসামি না হওয়ায় ছেড়ে দেওয়া হয়। একজনের নামে মামলা থাকলেও তিনি বর্তমানে জামিনে আছেন।

আগামী ৫ জুন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের করতে চায় জামায়াতে ইসলামের ঢাকা মহানগর দক্ষিণ শাখা। এ কর্মসূচি পালনের অনুমতি চাইতে জামায়াতের প্রতিনিধি দলটি ডিএমপি কার্যালয়ে গিয়েছিল।

এর আগেও চারবার দলটির পক্ষ থেকে কর্মসূচি পালন করার অনুমতি চেয়ে ডিএমপি কমিশনারের কাছে আবেদন করা হয়েছিল। কিন্তু তারা অনুমতি পাননি। আজ পঞ্চমবারের মতো অনুমতি চাইতে গেলে তাদের আটক করে হয়।
 

এই রকম আরও টপিক