নুরুল হক হত্যা মামলায় একই পরিবারের ৭ জনের যাবজ্জীবন

প্রতীকী ছবি

নুরুল হক হত্যা মামলায় একই পরিবারের ৭ জনের যাবজ্জীবন

অনলাইন ডেস্ক

খাগড়াছড়ির রামগড়ের খাগড়াবিল এলাকায় আলোচিত নুরুল হক ওরফে হকি কোম্পানি হত্যা মামলায় বাবা-ছেলেসহ একই পরিবারের সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেক আসামিকে ৩০ হাজার টাকা করে জরিমানার নির্দেশ দিয়েছেন বিচারক।

সোমবার দুপুরে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিন এ রায় ঘোষণা করেন। এসময় মো. রাসেল নামে এক আসামি পলাতক থাকলেও মামলার প্রধান আসামি মিজানুর রহমানসহ তার অপর ছয় ছেলে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বিধান কানুনগো সমকালকে জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ২০১৪ সালের ১ ফেব্রুয়ারি প্রকাশ্য দিবালোকে আসামিরা নুরুল হক ওরফে হকি কোম্পানিকে কুপিয়ে হত্যা করা হয়।  

এ ঘটনায় রামগড় থানায় সাতজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৬-৭ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়। একই বছরের ১০ নভেম্বর মামলার তদন্তকর্মকর্তা আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে সোমবার বিচারক এ রায় ঘোষণা করেন।

news24bd.tv/কেআই