উগান্ডায় সমকামিতার সাজা যাবজ্জীবন

উগান্ডার প্রেসিডেন্ট ইউরি মুসাভেনি।

উগান্ডায় সমকামিতার সাজা যাবজ্জীবন

অনলাইন ডেস্ক

উগান্ডায় সমকামিতার সাজার বিধান রাখা হয়েছে যাবজ্জীবন। সমকামিতায় বিশ্বের সবচেয়ে এ কঠোর আইনের সমালোচনা করেছেন পশ্চিমারা। দেশটির প্রেসিডেন্ট ইউরি মুসাভেনি আইনটি সই করেছেন।

এই আইন করার ফলে পশ্চিমা দেশগুলো থেকে উগান্ডার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের শঙ্কা দেখা দিয়েছে।

দাতা দেশগুলোর কাছ থেকে বিভিন্ন সহযোগিতার বিষয়ে 'না' সূচক উত্তর আসতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

দেশটিতে সমকামী সম্পর্ক অবৈধ আগে থেকেই। তবে ছিলো না কোনো আইন। আফ্রিকার বিভিন্ন দেশে সমকামিতা অবৈধ হলও উগান্ডার এই আইন যেন বিস্ফোরক হয়ে দাঁড়িয়েছে সমকামীদের কাছে।

কেউ সমকামিতায় দোষী সাব্যস্ত হলে তার যাবজ্জীবন জেল হতে পারে।

নতুন আইনের বিষয়ে সিবিএস নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ১৮ বছরের নিচে কারও সঙ্গে সমকামী যৌন সম্পর্ক স্থাপন করলে কিংবা সমকামী যৌন সম্পর্ক থেকে কারও মধ্যে এইচআইভি/এইডস এর মতো প্রাণঘাতী রোগ সংক্রমিত হলে হতে পারে মৃত্যুদণ্ডও।

একইসাথে কেউ বা কোনো গোষ্ঠী যদি সমকামিতার প্রচার চালায় তাহলে ২০ বছরের কারাদণ্ড হতে পারে তার।

এ নিয়ে এইডস রিলিফ, ইউএনএইডস এবং গ্লোবাল ফান্ড এক যৌথ বিবৃতিতে বলেছে, তারা এমন কঠোর আইনের ক্ষতিকর প্রভাব নিয়ে গভীরভাবে শঙ্কিত।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক