সীতাকুণ্ডে জাহাজ ভাঙা কারখানায় শ্রমিকের মৃত্যু

সীতাকুণ্ডে জাহাজ ভাঙা কারখানায় শ্রমিকের মৃত্যু

অনলাইন ডেস্ক

সীতাকুণ্ড থানার জোড় আমতল এলাকার একটি জাহাজ ভাঙা কারখানায় এক শ্রমিকের মৃত্যু ও আরও একজন আহত হয়েছেন। সোমবার (২৯ মে) দুপুর পৌনে ২টার দিকে ফোরস্টার শিপব্রেকিং ইয়ার্ড অ্যান্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিক শাহাব উদ্দিন ইয়ার্ডটিতে কাটারম্যান হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি একই থানার বড় কুমিরা এলাকায়।

আহত শ্রমিক মোশারফ হোসেন নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তিনি নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ থানার পেশকারহাট এলাকার বাসিন্দা।  

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ জানান, একটি জাহাজ কাটতে গিয়ে লোহার ভাঙা পাতসহ জাহাজ থেকে মাটিতে পড়ে শ্রমিক শাহাব উদ্দিন ও মোশারফ হোসেন আহত হয়। সেখান থেকে উদ্ধার করে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শাহাব উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

আহত মোশারফ বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। শাহাব উদ্দিনের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

news24bd.tv/কেআই