৫ বিভাগসহ ১১ অঞ্চলে বইছে তাপপ্রবাহ

সংগৃহীত ছবি

৫ বিভাগসহ ১১ অঞ্চলে বইছে তাপপ্রবাহ

অনলাইন ডেস্ক

ঢাকাসহ পাঁচ বিভাগ এবং ১১টি অঞ্চলের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আরো বিস্তার লাভ করতে পারে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। সোমবার আবহাওয়া অধিদফতর থেকে এমন পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

দিনাজপুর, নীলফামারী, সিলেট, সন্দ্বীপ, সীতাকুন্ড, রাঙ্গামাটি, কুমিল্লা, চাঁদপুর, মাইজদিকোর্ট, ফেনী ও বান্দরবান অঞ্চলসহ ময়মনসিংহ, ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে।

সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। ঢাকায় উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকবে ৫-১০ কিলোমিটার।

আগামী দুই দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

বর্ধিত পাঁচদিনে সিলেট এবং চট্টগ্রাম বিভাগে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙ্গামাটিতে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
news24bd.tv/aa