নোয়াখালীতে গুলিবিদ্ধ দুলাল মেম্বার মারা গেছেন

দুলাল

নোয়াখালীতে গুলিবিদ্ধ দুলাল মেম্বার মারা গেছেন

অনলাইন ডেস্ক

নোয়াখালী সদরে আওয়ামী লীগের দু’গ্রুপের দ্বন্দ্বের জেরে গুলিবিদ্ধ জেলা সদরের ২০ নং আন্ডারচর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য মো. দুলাল মারা গেছে। তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় বর্তমান চেয়ারম্যান জসিম উদ্দিনের বাড়ি থেকে ফেরার পথে গুলিবিদ্ধ হন দুলাল। পরে তাকে নোয়াখালী সদর হাসপাতালে নেন স্থানীয়রা।

তার অবস্থার অবনতি হলে রাতে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। তার শরীরে ৩টি গুলির চিহ্ন পেয়েছেন চিকিৎসকরা।  

দুলালের বড় ছেলে জানান, গত ডিসেম্বরে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচন করেন তার বাবা।

এছাড়া সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকায় তার সঙ্গে বর্তমান চেয়ারম্যানের শত্রুতা ছিল। বৃহস্পতিবার চেয়ারম্যানের বাসা থেকে একটি গ্রাম শালিস শেষ করে ফেরার পথে তাকে গুলি করে দুর্বৃত্তরা।  

পরিবারের দাবি, দুদাল মৃত্যুর আগে বলে গেছে চেয়ারম্যানের লোকজন তাঁকে গুলি করেছে।
news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক