প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, 'খুলনা সিটি নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হবে। নির্বাচনে সবার সমান সুযোগ থাকবে। নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। '
সিইসি আরও বলেন, আসন্ন দুই সিটির নির্বাচন কোনো পক্ষপাতমূলক নির্বাচন হবে না।
মঙ্গলবার (৩০ মে) দুপুরে খুলনা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কাজী হাবিবুল আউয়াল এসব কথা বলেন।
এসময় সিইসি আরও বলেন, 'কোনো ভোটারকে বাধা প্রদান করা যাবে না।
আসন্ন খুলনা সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে নির্বাচন নিয়ে আচরণবিধিসহ নির্বাচনে প্রার্থীদের নানাবিধ অভিযোগ-অনুযোগ শুনে তিনি এসব মতামত দেন। এসময় খুলনা সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণকারী মেয়র ও কাউন্সিল প্রার্থীরা তাদের মতামত এবং নির্বাচন আচরণবিধিসহ বিভিন্ন বিষয় প্রধান নির্বাচন কমিশনারের সামনে তুলে ধরেন।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব) নির্বাচন কমিশনার, মো. জাহাঙ্গীর আলম, সচিব, নির্বাচন কমিশন সচিবালয়। সভাপতি হিসেবে ছিলেন মোহাম্মদ জিল্লুর রহমান চৌধুরী, বিভাগীয় কমিশনার, খুলনা।