বাংলাদেশ নারী ক্রিকেট দলের বর্তমান প্রধান কোচ হাশান তিলকরত্নে। এবার তার অধীনে বোলারদের নিয়ে কাজ করবেন আরেক শ্রীলঙ্কান দিনুকা হেতিয়ারাচ্চি। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির নারী বিভাগের প্রধান শফিউল আলম চৌধুরী নাদেল।
বাংলাদেশ নারী দলের বোলিং কোচের দায়িত্ব নিতে হেতিয়ারাচ্চি দুই-এক দিনের মধ্যে ঢাকা আসার কথা।
হেতিয়ারাচ্চির সঙ্গে চুক্তি নিয়ে নাদেল বলেছেন, ‘আপাতত এক বছরের চুক্তি হয়েছে। নির্বাচকদের সঙ্গেও এক বছরের চুক্তি। চুক্তি সাধারণত এক বা দুই বছরেরই হয়।
news24bd.tv/SHS