ইমার্জিং এশিয়া কাপের জন্য শক্তিশালী দল ঘোষণা বাংলাদেশের

সংগৃহীত ছবি

ইমার্জিং এশিয়া কাপের জন্য শক্তিশালী দল ঘোষণা বাংলাদেশের

অনলাইন ডেস্ক

নারী ইমার্জিং এশিয়া কাপের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই টুর্নামেন্টে নারী দলকে নেতৃত্ব দেবেন লতা মন্ডল। তার ডেপুটি হিসেবে থাকছেন সোবহানা মোস্তারি।

হংকংয়ে আগামী ১০ জুন থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ নেবে।

ফাইনাল হবে ২২ জুন। বাংলাদেশ ছাড়া অন্য সাতটি দল হলো- ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, হংকং, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়া।  টুর্নামেন্টে অংশ নিতে আগামী ১০ জুন দেশ ছাড়বে মেয়েরা।

‘বি’ গ্রুপে বাংলাদেশ ছাড়াও আছে শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়া।

গ্রুপ পর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ ১২ জুন মালয়েশিয়ার বিপক্ষে। পরদিন টাইগ্রেসদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এরপর ১৬ জুন সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ।

বাংলাদেশ দল : লতা মন্ডল (অধিনায়ক), সোবহানা মোস্তারি (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মাগলা, দিশা বিশ্বাস, রাবেয়া, স্বর্ণা আক্তার, রুবায়া হায়দার ঝিলিক, সুলতানা খাতুন, মারুফা আক্তার, দিলারা আক্তার, সাথী রানী।

news24bd.tv/SHS