ডেঙ্গুর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: মেয়র আতিক

সংগৃহীত ছবি

ডেঙ্গুর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: মেয়র আতিক

অনলাইন ডেস্ক

জলবায়ু পরিবর্তনে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে সচেতনতামূলক প্রচারাভিযান জোরদারের পাশাপাশি নতুন নতুন কৌশল প্রয়োগ করছে ডিএনসিসি। ডেঙ্গুর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। ’ 

বুধবার (৩১ মে) ঢাকা উত্তর সিটি কপোরেশনের ৪৯ নম্বর ওয়ার্ডের কাওলা মধ্যপাড়ায় ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতনতামূলক প্রচরণা এবং বিশেষ অভিযান চালাতে এসে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, ‘আমরা নিজেরাই এডিস মশার লার্ভার প্রজনন ক্ষেত্র তৈরি করি। বাসা বাড়িতে ও ছাদ বাগানে পানি জমিয়ে রেখে লার্ভা সৃষ্টি করছি। সিটি করপোরেশনের কর্মীদের পক্ষে বাড়িতে বাড়িতে ঢুকে লার্ভা ধ্বংস করা সম্ভব হয় না। ডেঙ্গুর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

আতিকুল ইসলাম বলেন, ‘ডেঙ্গু নিয়ন্ত্রণে বর্ষা মৌসুমের শুরুতেই আমরা নানা পদক্ষেপ গ্রহণ করেছি। ডিএনসিসির প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে আজ এ বিশেষ অভিযান চলবে। মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই অভিযানে ব্যাপক প্রচারণা চালানো হবে। ’ 

এ সময় মেয়র জানান, বিশেষ অভিযানে মশক নিধনকর্মীদের পাশাপাশি বাংলাদেশ স্কাউট ও বিএনসিসির সদস্যরাও মাঠে রয়েছে।

news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক