বাগেরহাটে তক্ষকসহ ধরা চার প্রতারককে ৬ মাস করে কারাদণ্ড

বাগেরহাটে তক্ষকসহ ধরা চার প্রতারককে ৬ মাস করে কারাদণ্ড

শেখ আহসানুল করিম, বাগেরহাট

বাগেরহাটের রামপাল থেকে একটি তক্ষকসহ ৪ প্রতারককে আটক করেছে পুলিশ। উপজেলার বুঝবুনিয়া গ্রাম থেকে আটকের পর বুধবার সকালে ৪ প্রতারককে ভ্রাম্যমাণ আদালত ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

আটকরা হলেন- খুলনার রূপসা উপজেলার সিরাজুল ইসলামের ছেলে আবু হানিফ (৪৫), একই এলাকার হোসেন শেখের ছেলে মো. সাগর (২৫), একই জেলার দাকোপ উপজেলার বিভাষ মন্ডলের ছেলে দেবাশীষ মন্ডল (৪৩) ও গোপালগঞ্জ জেলার মকসেদপুর উপজেলার সিরাজুল ইসলামের ছেলে মহিদুল ইসলাম (৩৫)। বুধবার সকালে তাদের বাগেরহাট করাগারে পাঠানো হয়েছে।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আশরাফুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বুঝবুনিয়া মন্দিরের সামনে থেকে মঙ্গলবার রাত ৯টার দিকে পুলিশ অভিযান চালিয়ে একটি তক্ষকসহ চার প্রতারককে আটক করে। বুধবার সকালে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই চার প্রতারকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে তাদের বাগেরহাট করাগারে পাঠানো হয়েছে।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক