বাগেরহাটে ডিপ্লোমা প্রকৌশলীদের ৪ দফা আদায়ে মানববন্ধন

বাগেরহাটে ডিপ্লোমা প্রকৌশলীদের ৪ দফা আদায়ে মানববন্ধন

প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

বাগেরহাট প্রতিনিধি

ডিপ্লোমা প্রকৌশলী ছাত্র শিক্ষক ও পেশাজীবীদের ৪ দফাসহ ন্যাশনাল বিল্ডিং কোডের উপধারা সংশোধনের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ডিপ্লোমা প্রকৌশল ছাত্র শিক্ষক ও পেশাজীবী সংগ্রাম পরিষদ। বুধবার সকালে প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে বাগেরহাট মেরিন ইনিস্টিউটের শিক্ষার্থী, শিক্ষক ও পেশাজীবী সংগ্রাম পরিষদের নেতারা দাবি আদায়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে।

বাগেরহাট প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য দেন ডিপ্লোমা প্রকৌশল পেশাজীবী সংগ্রাম পরিষদের সভাপতি আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক আব্দুর রহমানসহ বাগেরহাট মেরিন ইনিস্টিউটের শিক্ষক ও শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, ডিপ্লোমা প্রকৌশলী ছাত্র শিক্ষক ও পেশাজীবীদের ৪ দফাসহ ন্যাশনাল বিল্ডিং কোডের উপধারা দ্রুত সংশোধন না করা হলে আগামীতে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

news24bd.tv/তৌহিদ