মাকে হত্যার অস্ত্র মামলায় ছেলের বিচার শুরু

প্রতীকী ছবি

মাকে হত্যার অস্ত্র মামলায় ছেলের বিচার শুরু

অনলাইন ডেস্ক

জাতীয় পার্টির নেতা ও পটিয়ার সাবেক পৌর মেয়র শামসুল আলম মাস্টারের ছেলে মাঈনুদ্দীন মো. মাইনুর বিরুদ্ধে অস্ত্র আইনে দায়ের হওয়া মামলায় বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।  

মা জেসমিন আক্তারকে হত্যায় ব্যবহার করা অস্ত্র মামলায় বুধবার বিচার শুরুর আদেশ দেন চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভুঞা।

জেলা পিপি শেখ ইফতেখার উদ্দিন সাইমুর চৌধুরী বলেন, গর্ভধারিণী মাকে গুলি করে হত্যার জন্য ব্যবহার করা অস্ত্র আইনে দায়ের হওয়া মামলাটির চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। এ সময় মাইনু আদালতে উপস্থিত ছিলেন।

আগামী ২১ জুন মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।  

প্রসঙ্গত, ২০২২ সালের ১৬ আগস্ট পটিয়ার সাবেক পৌর মেয়র শামসুল আলম মাস্টারের স্ত্রী জেসমিন আক্তারকে গুলি করে হত্যা করে ছেলে মাইনু। এ ঘটনায় ব্যবহার করা অস্ত্র উদ্ধারের পর মামলা দায়ের করে পুলিশ। ওই মামলায় মাইনুকে আসামি করা হয়।

পরে মাইনুকে একমাত্র আসামি করে চার্জশিট প্রদান করা হয়।

news24bd.tv/কেআই

এই রকম আরও টপিক