গুলিবিদ্ধ শিবপুরে উপজেলা চেয়ারম্যান মারা গেছেন, এলাকাবাসীর বিক্ষোভ

সংগৃহীত ছবি

গুলিবিদ্ধ শিবপুরে উপজেলা চেয়ারম্যান মারা গেছেন, এলাকাবাসীর বিক্ষোভ

 নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনুর রশিদ খান গুলিতে আহত হওয়ার তিন মাস পর মরা গেছেন। বুধবার বিকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান বলে স্বজন ও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।  

এদিকে উপজেলা চেয়ারম্যানের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে কলেজ গেইট এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে এলাকাবাসী। এ সময় সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় তারা।

ঢাকার এভারকেয়ার হাপাতালের ডিউটি ম্যানেজার মফিজুল ইসলামকে নিউজ টোয়েন্টিফোরকে জানান, গুলিতে আহত অবস্থায় তাকে এ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বুধবার বিকাল সোয়া ৫টার দিকে তিনি মারা গেছেন।

গত ২৫ ফেব্রুয়ারি সকালে উপজেলা সদরের বাজার সড়কে নিজ বাড়ির সামনে গুলিবিদ্ধ হন শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হারুন অর রশিদ খান।

মোটরসাইকেলে আসা মুখোশপরা তিন বন্দুকধারী তাকে গুলি করে পালিয়ে যায়।

আহত হারুনকে প্রথমে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ঢাকায় পাঠানো হয়।

news24bd.tv/কেআই