বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় জাপান: রাষ্ট্রদূত

সংগৃহীত ছবি

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় জাপান: রাষ্ট্রদূত

অনলাইন ডেস্ক

বাংলাদের আগামী সংসদ নির্বাচনে অবাধ ও সুষ্ঠু করতে নির্বাচন কমিশনের (ইসি) প্রস্তুতি জানতে চেয়েছে জাপান। বৃহস্পতিবার (১ জুন) সিইসির সঙ্গে দেড় ঘণ্টার বৈঠক শেষে একথা বলেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওমা কিমিনোরি।

রাষ্ট্রদূত বলেন, জাপান বাংলাদেশের আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে প্রত্যাশা করে। দেড়ঘণ্টার বৈঠকে এছাড়া কী নিয়ে আলোচনা হয়েছে তা জানাতে রাজি হননি কিমিনোরি।

 

পরে ইসি সচিব জাহাঙ্গীর আলম জানান, রাষ্ট্রদূত কমিশনের রোডম্যাপের অগ্রগতি সম্পর্কে জানতে চেয়েছে।  

এছাড়া আগামী ১৭ জুলাই ঢাকা ১৭ আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। দ্বাদশ সংসদ নির্বাচনের প্রস্ততি হিসাবে এই নির্বাচন ব্যালেটে অনুষ্ঠিত হবে।  

news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক