চোরাকারবারীর ফেলে যাওয়া গামছায় কোটি টাকার সোনা

চোরাকারবারীর ফেলে যাওয়া গামছায় কোটি টাকার সোনা

অনলাইন ডেস্ক

বিজিবি টহলদলের ধাওয়ায় গামছা ফেলে ইছামতি নদী সাঁতরে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায় সোনা চোরাকারবারী। পরে গামছা তল্লাশি করে এক কেজি ৬৩১ গ্রাম ওজনের ১৪ পিস সোনার বার উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৩১ মে) রাত ১১টায় যশোরের শার্শা উপজেলার পাঁচ ভূলাট সীমান্ত এ ঘটনা ঘটে।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বৃহস্পতিবার (১ জুন) খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান জানান, বুধবার রাতে গোপন খবরের ভিত্তিতে সীমান্তবর্তী পাঁচভূলাট গ্রামস্থ সাহেবের আমবাগানে অবস্থান নেয় বিজিবি।

এ সময় বিজিবি টহলদল একজন ব্যক্তিকে সীমান্তের দিকে আসতে দেখে তাকে থামতে বলে। পরে ওই ব্যক্তি না থেমে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি ধাওয়া করে। এ সময় ওই ব্যক্তি একটি গামছা ফেলে ইছামতি নদী সাঁতরে ভারতের অভ্যন্তরে পালিয়ে যান। পরে গামছা তল্লাশি করে এক কেজি ৬৩১ গ্রাম ওজনের ১৪ পিস সোনার বার পাওয়া যায়।

অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান জানান, বুধবার রাতে ওই সীমান্ত পথ দিয়ে ভারতে পাচারের সময় একটি সোনার চালান জব্দ করা হয়েছে। যার বাজার মূল্য ১ কোটি ৪০ লাখ টাকা।

news24bd.tvতৌহিদ