বাড়তে পারে সানগ্লাসের দাম 

সংগৃহীত ছবি

বাড়তে পারে সানগ্লাসের দাম 

অনলাইন ডেস্ক

২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেটের কর প্রস্তাবের কারণে সানগ্লাসের দাম বাড়তে পারে। বর্তমানে উৎপাদন ও সেবা পর্যায়ে প্লাস্টিক ও মেটাল সানগ্লাসের মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট আরোপ করা হয় ৫ শতাংশ। এটি বাড়িয়ে সাড়ে ৭ শতাংশ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এর ফলে সানগ্লাসের দাম বাড়তে পারে।

এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, দেশে বছরে প্রায় ১৫ লাখ পিস আমদানি করা রোদচশমা বিক্রি হয়। প্রতিটির দাম গড়ে ২৫০ টাকা ধরলে প্রায় ৩৭ কোটি টাকার রোদচশমা বিক্রি হয়। এ ছাড়া চশমার আনুষঙ্গিক উপকরণ বিক্রি হয় প্রায় ৮ কোটি টাকার।

চশমার ফ্রেম বা গগলসের আনুষঙ্গিক সামগ্রী এবং মূল পণ্যের গঠন প্রায় একই রকম।

বর্তমান চশমা ও গগলসের সামগ্রী আমদানির ক্ষেত্রে ৫ শতাংশ শুল্ক আরোপ করা রয়েছে। আর তৈরি গগলসের আমদানি শুল্কহার ২৫ শতাংশ। তাই শুল্ক ফাঁকির উদ্দেশ্যে অনেকেই গগলস আমদানি না করে কেবল ফ্রেম আমদানি করে থাকে। তাই শুল্ক ফাঁকি রোধে গগলসের সামগ্রীও ২৫ শতাংশ আমদানি শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে।