পিএসজি ছাড়ছেন মেসি

সংগৃহীত ছবি

পিএসজি ছাড়ছেন মেসি

অনলাইন ডেস্ক

পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করছেন না লিওনেল মেসি। ফলে আসছে মৌসুমে ফরাসি ক্লাবটির হয়ে আর খেলতে দেখা যাবে না আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ককে। আগামী শনিবার পিএসজির হয়ে শেষ ম্যাচ খেলবেন মেসি। বিষয়টি নিশ্চিত করেছেন পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের নিজেই।

আগামী শনিবার (০৩ জুন) লিগ আঁ’তে মৌসুমের শেষ ম্যাচ খেলতে নামবে পিএসজি। এ ম্যাচ দিয়েই দুই বছরের প্যারিস অধ্যায়ের ইতি টানবেন মেসি। রেকর্ড সাতবারের বর্ষসেরা এই ফুটবলারের বিদায় রাঙাতে সমর্থকদের আহ্বান জানিয়েছেন পিএসজি কোচ গালতিয়ের।

আজ বৃহস্পতিবার গণমাধ্যমকে গালতিয়ের বলেছেন, ‘ফুটবল ইতিহাসের সেরা ফুটবলারকে (মেসি) কোচিং করানোর সৌভাগ্য হয়েছে আমার।

পার্ক ডে প্রিন্সেসে এটাই তার শেষ ম্যাচ হতে যাচ্ছে। আমি আশা করছি, সে (সমর্থকদের কাছ থেকে) উষ্ণ অভ্যর্থনা পাবেন। ’

২০২১ সালে বার্সেলোনা থেকে পিএসজিতে নাম লেখান মেসি। দুই মৌসুমের চুক্তিতে প্যারিসে আসেন তিনি। প্রথম মৌসুমটা বেশ বাজে কাটলেও চলতি মৌসুমে সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে পিএসজির হয়ে ২১ গোল ও ২০ অ্যাসিস্ট করেছেন তিনি।

পিএসজির হয়ে খেলার সময়েই জীবনের সেরা সাফল্য অর্জন করেছেন মেসি। ডিসেম্বরে কাতারে ফুটবল বিশ্বকাপ জেতেন তিনি। এরপর জিতে নেন সপ্তম ব্যালন ডি অরও। পিএসজির হয়ে দুই মৌসুমে দুটি লিগ এবং একটি ফ্রেঞ্চ সুপার লিগ জিতেছেন মেসি।  

news24bd.tv/SHS