সিপিবি নেতা আব্দুল মন্নানের ইন্তেকাল

সংগৃহীত ছবি

সিপিবি নেতা আব্দুল মন্নানের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) এর কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আব্দুল মন্নান মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার (১ জুন) বিকেলের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

এদিন সন্ধ্যায় সিপিবি নেতা রুহিন হোসাইন প্রিন্সের এক ফেসবুক পোস্টে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, সিপিবি'র কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, বাংলাদেশ কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও প্রবীণ জননেতা কমরেড আব্দুল মন্নান বৃহস্পতিবার বিকেলে মৃত্যুবরণ করেছেন।

পোস্টে আরও উল্লেখ করা হয়, আজ রাত (আনুমানিক) ৯টায় কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয়ে কমরেড আব্দুল মন্নানের মরদেহে শ্রদ্ধা নিবেদন করা হবে। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৭ বছর।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক