ইমরান খানের দলের সভাপতি গ্রেপ্তার

ইমরান খানের দলের সভাপতি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সভাপতি পারভেজ এলাহিকে বৃহস্পতিবার লাহোরে তার বাড়ির বাইরে থেকে গ্রেপ্তার করেছে দুর্নীতিবিরোধী কর্মকর্তারা। এলাহীর মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

পাঞ্জাবের ভারপ্রাপ্ত তথ্যমন্ত্রী আমির মীর বলেছেন, পিটিআই সভাপতি চৌধুরী পারভেজ এলাহিকে পুলিশের সহায়তায় লাহোর দুর্নীতি দমন সংস্থা গ্রেপ্তার করেছে। খবর জিও নিউজের।

তিনি বলেন, এলাহিকে ‘পালানোর চেষ্টা করার সময়’ গ্রেপ্তার করা হয়েছে। দুর্নীতির মামলায় তার জামিন খারিজ করা হয়েছে।

‘এলাহী যদি আজ তার বাসা ত্যাগ না করতেন তাহলে হয়তো আগামী কয়েকদিন তাকে গ্রেপ্তার করা হতো না’, বলেন তথ্যমন্ত্রী আমির মীর।

দুর্নীতিবিরোধী মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, এলাহীকে পালানোর চেষ্টা করার সময় হেফাজতে নেওয়া হয়েছিল এবং তিনি বিভিন্ন দুর্নীতির মামলায় ওয়ান্টেড ছিলেন।

মুখপাত্র আরও বলেছেন, জাল মেডিকেল সার্টিফিকেট দাখিল করার জন্য আদালত তার জামিন বাতিল করে। পরে এলাহীকে গ্রেপ্তার করা হয়।

পাঞ্জাবের ভারপ্রাপ্ত তথ্যমন্ত্রী আমির মীর বলেন, পিটিআই সভাপতি তার বাসভবন থেকে পালিয়ে যাওয়ার সময় পুলিশ তার গাড়ি আটক করে এবং তাকে হেফাজতে নেয়।

মন্ত্রী আরও জানান, গ্রেপ্তারের সময় প্রতিরোধ গড়ে তোলা হলেও পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

পিটিআই নেতার মুখপাত্র বলেন, এলাহীর ছেলে রাসিখ এবং পাকিস্তান মুসলিম লীগ-কায়েদ (পিএমএল-কিউ) সভাপতি চৌধুরী সুজাত হুসেনের বোনও গ্রেপ্তারের সময় তার সাথে উপস্থিত ছিলেন।

এলাহীকে এমন সময় গ্রেপ্তার করা হলো যখন গত ৯ মে দেশজুড়ে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে শত শত পিটিআই নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ৯ মে এর পর পিটিআই ছাড়েন শিরিন মাজারি, ফাওয়াদ চৌধুরী, আমি মেহমুদ কিয়ানি, আলী জাইদি সহ আরও অনেকে।

এলাহী পিএমএল ছেড়ে পিটিআই-এ যোগদান করেন। পরে তাকে পিটিআই সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়।

পিটিআই সভাপতির ছেলে মুনিস এলাহি বলেন, তার বাবাকে একটি জাল মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

news24bd.tvতৌহিদ

এই রকম আরও টপিক