খুলনায় বাজুসের ২২ জন পরিচালক নির্বাচিত

খুলনায় বাজুসের ২২ জন পরিচালক নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) খুলনা জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হয়। নির্বাচনে ভোটারদের সরাসরি ভোটে মোট ২২ জন পরিচালক নির্বাচিত হন।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নির্বাচন বোর্ড চেয়ারম্যান গোপী কিষণ মুন্ধড়া এ ফলাফল ঘোষণা করেন।

নির্বাচিতদের মধ্যে ১৩২ ভোট পেয়ে প্রথম হয়েছেন স্যাম ভক্ত। ১২৭ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন পরিতোষ চন্দ্র দত্ত, ১২৪ ভোট পেয়ে তৃতীয় সমরেশ সাহা, ১২১ ভোট পেয়ে চতুর্থ শিবনাথ ভক্ত, ১১৯ ভোট পেয়ে বাসুদেব কর্মকার ৫ম, ১১৮ ভোট পেয়ে পরিমল কুমার মজুমদার ৬ষ্ঠ হয়েছেন।

এছাড়া ১১৭ ভোট পেয়ে ৭ম রাম চন্দ্র পোদ্দার, ১১৪ ভোট পেয়ে অসীত চক্রবর্তী ৮ম, ১১২ ভোট পেয়ে বিজন দত্ত ৯ম, ১১১ ভোট পেয়ে জিএম মাহাবুবুর রহমান ১০তম, ১১০ ভোট পেয়ে শংকর কর্মকার ১১তম, ১০৭ ভোট পেয়ে লক্ষণ কুমার দত্ত ১২তম, ১০৫ ভোট পেয়ে আজিজুর রহমান ১৩তম, ১০৩ ভোট পেয়ে শ্যাম চন্দ্র পোদ্দার ১৪তম, ৯৮ ভোট পেয়ে অজয় কুমার বকসি ১৫তম, ৯৬ ভোট পেয়ে প্রানজয় দাস মিঠু ১৬তম, ৯৪ ভোট পেয়ে মশিউর রহমান ১৭তম, ৯৪ ভোট পেয়ে প্রকাশ কুমার সাহা ১৮তম, ৯২ ভোট পেয়ে শেখ শওকত আলী ১৯তম, ৯১ ভোট পেয়ে মো. আক্তার দেওয়ান ২০তম, ৯১ ভোট পেয়ে মানস দত্ত ২১তম ও ৯১ প্রলয় রায় ২২তম হয়েছেন।

নির্বাচিত পরিচালকরা পরবর্তীতে ভোটের মাধ্যমে ১ জন সভাপতি, ৪ জন সহসভাপতি, ১ জন সাধারণ সম্পাদক, ৫ জন সহ সম্পাদক ও ১ জন কোষাধ্যক্ষ নির্বাচন করবেন।

নির্বাচনে ১৫২ জন ভোটারের মধ্যে সকলেই ভোট প্রদান করেন।

এর আগে নগরীর ইউনাইটেড ক্লাব ভোটকেন্দ্রে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটে পরিচালক পদে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে নির্বাচিত হন ২২ জন।

এদিকে নির্বাচন উপলক্ষ্যে ভোটকেন্দ্রে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। ব্যানার- পোষ্টার, লিফলেট বিতরণ, প্রার্থীদের ভোট প্রার্থনা ও ভোটারদের পদচালনায় ভোটকেন্দ্র পরিণত হয় মিলনমেলায়।

বাজুস খুলনা জেলা শাখার নির্বাচন বোর্ড (২০২৩-২৫)’র চেয়ারম্যান গোপী কিষণ মুন্ধড়া বলেন, জুয়েলারি এসোসিয়েশনের সদস্য, মালিক কর্মচারী কারিগর বা তাদের সহযোগী সবাই আনন্দমুখর পরিবেশে নির্বাচনে অংশ নিয়েছেন। মোট ৩৮ জন প্রার্থী পাশাপাশি বসে ভোট প্রার্থনা করছেন কিন্তু কারো সাথে কোনো বিভেদ নেই। প্রতিদ্বন্দ্বিতা আছে বৈরী মনোভাব নেই। বরং আনন্দমুখর পরিবেশে একত্রিত হওয়ায় ভোটগ্রহণ অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়েছে।

বাজুস নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের স্বর্ণ অলঙ্কারকে বিশ্ব দরবারে পরিচিত করতে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের (বাজুস) সভাপতি ও দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে জুয়েলারি শিল্প আলোর মুখ দেখেছে। বাজুস সভাপতির ইচ্ছায় বাংলাদেশ জুয়েলারি ব্যবসায়ীরা এক ছাতার নিচে এসেছে। সংগঠনের সভাপতির নির্দেশনা অনুযায়ী উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমরা ব্যবসায়ীদের একত্রিত হয়ে কাজ করছি।

এই রকম আরও টপিক