ভারতে ট্রেন দুর্ঘটনা: ২৩ বগির ২০টিই ছিটকে পড়েছে

ভারতে ট্রেন দুর্ঘটনা: ২৩ বগির ২০টিই ছিটকে পড়েছে

নিহত ৩০, আহত ১৭৯

অনলাইন ডেস্ক

ভারতের ওড়িশা রাজ্যের বালেশ্বরের কাছে করমণ্ডল এক্সপ্রেস ও মালগাড়ির সংঘর্ষে ৩০ জন নিহত ও ১৭৯জন আহত হয়েছে।

আনন্দবাজারের খবরে বলা হয়েছে, দুপুর ৩টা ১৫ মিনিট নাগাদ শালিমার স্টেশন থেকে ছাড়ে করমণ্ডল এক্সপ্রেস। পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর স্টেশন ছাড়ে বিকেল সোয়া ৫টায়। সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ ট্রেনটি পৌঁছায় বালেশ্বরে।

বাহানগা বাজারের কাছে দুর্ঘটনার কবলে পড়ে ২৩ বগির ট্রেনটি।

স্থানীয় সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম জানায়, করমণ্ডল এক্সপ্রেস ধাক্কা মারে একটি মালগাড়িতে। এর ফলে করমণ্ডল এক্সপ্রেসের প্রথম তিনটি কামরা বাদে সবক’টি কামরাই লাইন থেকে ছিটকে পড়ে। ধাক্কার মাত্রা এতটাই বেশি ছিল যে করমণ্ডল এক্সপ্রেসের ইঞ্জিন মালগাড়ির উপর উঠে গেছে।

সিগনালে ত্রুটি না কি চালকের ভুল-তা জানার চেষ্টা চালাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

news24bd.tvতৌহিদ

এই রকম আরও টপিক