এবার পিএসজি ছাড়ার ঘোষণা রামোসের

সংগৃহীত ছবি

এবার পিএসজি ছাড়ার ঘোষণা রামোসের

অনলাইন ডেস্ক

লিওনেল মেসির পিএসজি ছাড়ার বিষয়টি নিশ্চিত হয়েছে আগেই। এবার আরও এক অভিজ্ঞ তারকা বিদায় বলে দিলেন ফরাসি ক্লাবটিকে। ক্লেঁমো ফুতের বিপক্ষে ম্যাচটি হবে প্যারিসিয়ানদের জার্সিতে সার্জিও রামোসেরও শেষ।

শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন স্প্যানিশ ডিফেন্ডার।

সেখানে পিএসজিতে আর না থাকার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বকাপজয়ী ফুটবলার। দুই মৌসুম কাটানোর পর পার্ক দে প্রিন্সেসের দলটিতে নিজের অধ্যায়ের ইতি টানলেন তিনি।

২০২২-২৩ মৌসুমের ফরাসি লিগ ওয়ানের শিরোপা ইতোমধ্যে জিতে নিয়েছে পিএসজি। আগামীকাল শনিবার আসরের শেষ ম্যাচে বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় ঘরের মাঠে ক্লেঁমোর মুখোমুখি হবে তারা।

এর আগে রামোস শোনান বিদায়ের বার্তা, 'আগামীকাল একটি বিশেষ দিন। আগামীকাল আমার জীবনের আরেকটি ধাপকে আমি বিদায় বলব, পিএসজিকে বিদায় (বলব)। '

ক্লেঁমোর বিপক্ষে ম্যাচটি দিয়ে পিএসজিকে বিদায় জানাবেন আর্জেন্টাইন মহাতারকা মেসিও। তার মতোই ২০২১ সালের গ্রীষ্মকালীন দলবদলে রামোস পাড়ি জমিয়েছিলেন ফ্রান্সে। বিনা ট্রান্সফার ফিতে তাকে দলে টেনেছিল পিএসজি। কারণ, রিয়াল মাদ্রিদের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। রামোস অবশ্য স্প্যানিশ লা লিগার পরাশক্তিদের হয়ে খেলা চালিয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু তার কম বেতন নেওয়ার প্রস্তাব সত্ত্বেও চুক্তি নবায়ন করেনি রিয়াল।

তবে ক্লাব ক্যারিয়ারের ইতি এখনই টানছেন না রামোস। গত ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার তারকা মুখিয়ে আছেন নতুন কিছুর জন্য, 'আমি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করব।  আমি নতুন কোনো রং (জার্সি) গায়ে চড়াব। তবে তার আগে শেষবারের মতো (বলছি): এগিয়ে চলো পিএসজি। '