মাদারীপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

প্রতীকী ছবি

মাদারীপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুর সদর উপজেলার হাউসদী বাজারে দুই গ্রামবাসীর সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। সংঘর্ষ চলে কমপক্ষে ৩ ঘণ্টা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।  ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে।

আহতদের মাদারীপুর সদর হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে সার্কাস দেখা নিয়ে মাদারীপুর সদর উপজেলার দক্ষিণ দুধখালী গ্রামের লোকদের সাথে দুর্গাবর্দী গ্রামের লোকদের কথা-কাটাকাটি হয়। এর জের ধরে শুক্রবার রাতে দুই গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এতে জাফর খান, এমরান হাওলাদার, লিটু খান, রহমান খান, হুমায়ুন বেপারী, জাফর আলি খাসহ কমপক্ষে ২০ জন গুরুতর আহত হয়।

এদের মধ্যে টেঁটাবিদ্ধ একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

একাধিক প্রত্যক্ষদর্শী জানান, দুই গ্রামবাসীর ধাওয়া-পাল্টা ধাওয়া চলে প্রায় ৩ ঘণ্টা। তুচ্ছ ঘটনার জেরে অনেকের ঘরবাড়িও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

মাদারীপুর সদর থানার ওসি মনোয়ার হোসেন জানান, দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

news24bd.tv/কেআই

এই রকম আরও টপিক