রিটার্ন আনতে ২ হাজার টাকা ট্যাক্স প্রদান ইতিবাচক : আইসিএবি

রিটার্ন আনতে ২ হাজার টাকা ট্যাক্স প্রদান ইতিবাচক : আইসিএবি

নিজস্ব প্রতিবেদক

করযোগ্য আয় ছাড়াই রিটার্ন আনতে ন্যুনতম ২ হাজার টাকা ট্যাক্স প্রদানকে ইতিবাচক হিসেবে দেখছে ইন্সটিটিউট অব চার্টার্ড একাউন্টেন্ট অব বাংলাদেশ (আইসিএবি)।

শনিবার (৩ জুন) ঢাকার কারওয়ান বাজারের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত ‘প্রস্তাবিত জাতীয় বাজেটের ওপর চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের ভাবনা’ শীর্ষক সংবাদ সম্মেলনে আইসিএবি এর সাবেক প্রেসিডেন্ট মো. হুমায়ুন কবির এসব বলেন।

এসময় তিনি বলেন, যারা সরকারের এই উদ্যোগের বিরোধিতা করছে তারা দেশের অর্থনৈতিক অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে। ট্যাক্স নেটের আওতা বাড়াতে গ্রাম পর্যায় থেকে শুরু করে এখনও যারা ট্যাক্স দেন না তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধির পরামর্শও দেন তিনি।

একইসাথে যারা রিটার্ন সংগ্রহ করেন তাদের স্বচ্ছতা নিশ্চিতের দাবি জানান।

এসময় আইসিএবি এর প্রেসিডেন্ট মো. মনিরুজ্জামান বলেন, ডিভিএস বাস্তবায়ন হলে এনবিআরের আর্থিক খাতের স্বচ্ছতা এবং জবাবদিহিতা বাড়বে। একই সাথে কর সংস্কার এবং কর জিডিপি উন্নতি এবং রাজস্ব আহরণ বৃদ্ধিতে অবদান রাখবে।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক