রাজধানীর পরিবেশ ঠিক রাখতে প্রয়োজন জনসংখ্যা নিয়ন্ত্রণ : তাজুল ইসলাম

ফাইল ছবি

অন্যায়ভাবে গাছ কাটা হলে ব্যবস্থা নেয়ার আশ্বাস

রাজধানীর পরিবেশ ঠিক রাখতে প্রয়োজন জনসংখ্যা নিয়ন্ত্রণ : তাজুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকায় বাসযোগ্য পরিবেশ ঠিক রাখতে জনসংখ্যা নিয়ন্ত্রণ করা প্রয়োজন বলে মনে করেন এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম। তিনি বলেন, জীবন যাত্রা মান উন্নয়ন হওয়ায় অনেকে ঢাকায় আসছে। যার ফলে অল্প জায়গা অধিক মানুষ থাকায় পরিবেশের বিপর্যয় ঘটছে।

শনিবার (৩ জুন) দুপুরে রাজধানীতে বিশ্ব পরিবেশ দিবসের এক গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

রাজধানীতে অন্যায়ভাবে গাছ কাটা হলে ব্যবস্থা নেয়ার কথা জানিয়ে মন্ত্রী বলেন, উন্নয়নের স্বার্থে গাছ কাটলে নতুন গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে।

এসময় সরকারের উন্নয়ন প্রকল্প নিয়ে অযথা সমালোচনা না করে ভুল ক্রুটি থাকলে ধরিয়ে দিতে বিশেষজ্ঞদের প্রতি অনুরোধও জানান তাজুল ইসলাম।

news24bd.tv/FA