মিসর সীমান্তে ৩ ইসরায়েলি সেনাকে গুলি করে হত্যা

সংগৃহীত ছবি

মিসর সীমান্তে ৩ ইসরায়েলি সেনাকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক

মিসর সীমান্তের কাছে তিন ইসরায়েলি সেনাকে গুলি করে হত্যা করে এক বন্দুকধারী। পরে বন্দুকধারীও নিহত হন। শনিবার (৩ জুন) সেনাবাহিনীর বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।  

বিবিসির প্রতিবেদনে বলা হয়, শনিবার সকালে মিসর সীমান্তের কাছে এক পুরুষ ও এক নারী সেনাকে গুলি করে হত্যা করা হয়।

পরে তাঁদের মরদেহ উদ্ধারে অভিযান চলার সময় আরও এক ইসরায়েলি সেনা নিহত হন। এ সময় অভিযুক্ত বন্দুকধারীও নিহত হন। মাদকের বিরুদ্ধে অভিযান চালানোর কয়েক ঘণ্টা পর এ হামলার ঘটনা ঘটে।  

ইসরায়েলি সামরিক মুখপাত্র কর্নেল রিচার্ড হেচট বলেন, সীমান্ত দিয়ে পাচারের সময় ১৬ লাখ ইসরায়েলি শেকেল (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৪ কোটি) মূল্যের মাদক জব্দ করা হয়।

ধারণা করা হচ্ছে, বন্দুক হামলার সঙ্গে ওই ঘটনার যোগসূত্র থাকতে পারে। কেননা মাদক জব্দের কয়েক ঘণ্টার মধ্যেই হামলার ঘটনা ঘটে। তবে হামলাকারীর পরিচয় জানা যায়নি।
news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক